Search This Blog

জাপানি ভাষার বর্ণমালা - জাপানি লিপি - হিরাগানা

কোন ভাষা শিক্ষার প্রথম ধাপ হচ্ছে বর্ণমালা শিখা। জাপানি ভাষায় তিন ধরণের অক্ষর রয়েছে: হিরাগানা, কাতাকানা এবং কানজি। হিরাগানা এবং কাতাকানা হল ধ্বনি-চিহ্ন, যার প্রতিটি বর্ণ একটি করে সিলেবল, বা স্বরযুক্ত ক্ষুদ্রতম উচ্চারণ প্রকাশ করে। হিরাগানা লিপি জাপানি ভাষায় ব্যবহৃত জাপানি শব্দগুলো লিখার জন্যে ব্যবহার করা হয়। বিদেশী শব্দ লিখার জন্যে কাতাকানা লিপি ব্যবহার করা হয়।


জাপানি ভাষায় পড়া এবং লেখার জন্য প্রথম ধাপ হিসেবে হিরাগানা লিপিগুলো শিখে নিব। তারপরের পাঠে কাতাকানা লিপিগুলো শিখব।

ি

কা
কি
কু
কে
কো
সা
শি
সু
সে
সো
তা
চি
ৎসু
তে
তো
না
নি
নু
নে
নো
হা
হি
ফু/হু
হে
হো
মা
মি
মু
মে
মো
ইয়া

ইয়ু

ইয়ো
রা
রি
রু
রে
রো
ওয়া



ঙ্গ